| বুধবার, ১৩ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 666 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার সদ্য অনুষ্ঠিত পৌর নির্বাচনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১২/১০) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শপথ বাক্য পাঠ করিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান।
নব নির্বাচিত মেয়র এড.শিব শংকর দাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে সবাইকে নিয়ে নবীনগর পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপ দিতে উন্নয়ন কর্মকান্ড শুরু করবেন তিনি।
একইসাথে পৌরবাসীর প্রাপ্য সুবিধে পাইয়ে দিতে সকল পরিকল্পনার বাস্তবায়ন করার লক্ষ্যে সকলের কাছে দোয়া চেয়েছেন সদ্য দায়িত্ব নেয়া নতুন মেয়র।