ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 1253 বার
আসন্ন শারদীয় দূর্গা পুঁজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা পুলিশ প্রশাসনের আয়োজনে থানা প্রাঙ্গণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০৪/১০) সকাল এগারোটা হইতে বেলা দেড়টা পর্যন্ত অনুষ্ঠেয় এ সভায় নবীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম সহ উপজেলার সকল ইউনিয়নের মেম্বার, গ্রাম পুলিশ ও দফাদারগণের উপস্থিতিতে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পুলিশ প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আলাউদ্দিন , পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় শারদীয় দূর্গা পুঁজা উৎসব শান্তিপুর্ণ সুষ্ঠ পরিবেশ তৈরির লক্ষ্যে আইন শৃংখলা বিষয়ক গুরুত্ব পূর্ণ আলোচনা করা হয়।