ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৯ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 3317 বার
শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কনিকাড়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯/১০) শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ও কনিকাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কর্মশালায় ২০০০শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১০ টায় শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এবং ১২ টায় কনিকারা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোহাম্মদ আজিজুল ইসলাম।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ সামছুল হক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বাল্যবিবাহমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার জন্য বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিসহ এর পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগকে নির্দেশ দেন। তিনি আশা প্রকাশ করে বলেন এ কর্মসূচির মাধ্যমে সারা উপজেলায় বিরাট সামাজিক আন্দোলন গড়ে উঠবে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম, শিবপুর ইউপি চেয়ারম্যান শাহিন সরকার, সাবেক চেয়ারম্যান সামসুল হক, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য, জামাল উদ্দিন ও আব্দুল কাদির প্রমুখ।
শিবপুর ইউনিয়নের কনিকাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড শীর্ষক কর্মশালা
কর্মশালায় ছাত্র-ছাত্রীরা বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখিয়ে আগামী দিনে এসকল কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতিজ্ঞা করেন। এলাকার বিশিষ্ট জনদের পদচারণায় অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে।
একই দিনে শিবপুর ইউনিয়নের কনিকাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়।