ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ | পড়া হয়েছে 955 বার
নবীনগর উপজেলার শিবপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প এলাকায় ৩১ পিস ইয়াবা টেবলেট সহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
থানা সুত্র জানায়, ওই ক্যাম্পের দায়িত্বরত এসআই/মোঃ আব্দুর রহিম, এএসআই/মোঃ সোহেল রানা যৌথভাবে বিটঘর ইউনিয়ন এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
সুত্র আরো জানায়,বিটঘর স্টিল বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিটঘর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে এমরান উদ্দিন বাপ্পি (৩৭) কে ৩১ পিস ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করে পুলিশ। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।