ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৮ আগস্ট ২০১৭ | পড়া হয়েছে 1342 বার
দৈনিক ডাকপ্রতিদিনের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রতিনিধি সাধন সাহা জয়ের পিতা পরলোক গমণ করেছেন।
২৮ আগস্ট সোমবার সন্ধ্যা ৬টায় তিনি নরসিংদী জেলার মাধবদীতে পরলোকগমণ করেন।
সাংবাদিক সাধন সাহা জয় এক ফেসবুক বার্তায় তার পিতার পরলোকের সংবাদটি প্রকাশ করেন। ফেসবুক বার্তায় তিনি লিখেন, ‘আমার পিতা শন্তিরঞ্জন সাহা দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টায় নরসিংদী জেলার মাধবদীতে তিনি পরলোকগমণ করেন। আমার স্বর্গীয় পিতার মরদেহ নবীনগর আনা হচ্ছে। আজ রাতেই নবীনগর স্মশানঘাটে স্বর্গীয় পিতার শেষক শেষকৃত্য অনুষ্ঠিত হবে।‘
ফেসবুক বার্তায় সাধন সাহা জয় আরো বলেন, ‘আমার আত্মীয় শুভানুধ্যায়ীদের প্রতি সনির্বন্ধ অনুরোধ,আমার পিতার শেষকৃত্য অনুষ্ঠানে সম্ভব হলে উপস্থিত থাকবেন। সেই সাথে যে যেখানেই আছেন, আমার স্বর্গীয় পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করবেন।‘