| শুক্রবার, ১২ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 3082 বার
ঢাকাস্থ আজিম পুর ছোট দায়রা শরিফ এর ৬ষ্ঠ গদ্দিনশীল পীর এতিমখানা দায়েমী দরবার শরিফ এর প্রতিষ্ঠাতা শাহ সুফি সৈয়দ দায়েম উল্লাহ পীর সাহেব হুজুরের সু যোগ্য সহ ধর্মীনি সৈয়দা সালেখা খাতুন (৯০) আনুমানিক গত বৃহস্পতিবার (১১/৮) সন্ধ্যা আনুমানিক ৫ টা ৫০ মিনিটে উনার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন । ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজিরুন । মরহুমের প্রথম জানাযা আজ সকাল ৯টা ৩০ মিনিটে আজিম পুর ছোট দায়রা শরিফে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাযা আজ শুক্রবার (১২/৮) পবিত্র জুম্মা নামাজের পর দুপুর ২টা ৩০মিনিটে ইব্রাহিমপুর এতিমখানা দায়েমীয়া দরবার শরিফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ।
জানাযা শেষে মরহুমার মরদেহ ইব্রাহিম পুর দায়েমীয়া কবরস্হানে দাফন সম্পূর্ণ হবে ।
উক্ত মরহুমের জানাযায় সকল ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্যে উক্ত দরবার থেকে আহবান করা হয়েছে ।