বিপ্লব নীয়োগী তন্ময় | সোমবার, ০১ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 896 বার
“না জেনে ফকিরি অাটা, হুদাই বাড়াইলি জটা……
অাজব কামে ফকির মোটা, জগৎ লীলা বুঝলামনা!!”
ফকির জলিল শাহ্ ও মোহাম্মদ জলিল মিয়া। নামে কামে মিল উভয়ের…! একজন গুরু অারেক জন শিষ্য।
মুরাদনগর উপজেলার কোদালকাটা নামক স্থানের ফকির জলিল শাহ্ অাস্তানা গেড়েছেন নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের অারেক জলিল মিয়ার বাড়ীতে দীর্ঘ দুই যুগ অাগে।
এই দীর্ঘ সময়ে নানারকম ঘটনা ও অঘটনের মধ্য দিয়ে তথাকথিত এই অাউলিয়া শাহ্ এসেছেন অালোচনা ও সমালোচনার লাইম লাইটে।
উদ্ভট সব কর্মকান্ডের কারনে মুখরোচক সব গল্প চাউর এলাকাবাসীর মুখেমুখে।
সম্প্রতি এ ফকির নিজের অাস্তানা গৃহে কবর খুঁড়ে তার ভেতরে টানা ১০ দিনের জন্য চিল্লায় বসেছেন।
১ফুট বাই ১ফুটের একটা অংশ খোলা রেখে সম্পুর্ণ কবরটি ঢেকে দেয়া হয়েছে বাঁশ কাঠ ও মাটি দিয়ে।
এঘটনা এলাকায় চাউর হলে তোলপাড় শুরু হয় এলাকা জুড়ে। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষ ও শিশুরা দলবেঁধে অাসছেন অাজব এ কর্মকান্ড দেখতে।
এলাকাবাসির সাথে অালাপ কালে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া।
অনেকে এই কর্মকান্ড কে সাধন-ভজনের একটা তরিকা বা পথ বললে ও কেউ-কেউ ভন্ডামি ও অালোচিত হয়ে কৃতিত্ব জাহির করার পথ এবং ইসলাম ও শরিয়ত বিরোধী অনৈতিক কর্মকান্ড বলে ক্ষোভ প্রকাশ করেন