ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৭ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 3674 বার
উপজেলার শ্যামগ্রাম বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান পুড়ে গেছে। আজ মঙ্গলবার (৭/৩) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ক্ষতিগ্রস্থদের সুত্রে জানা গেছে, অগ্নিকান্ডে মো:অাবুকালাম মিয়ার ঘড়ি-কম্পিউটারের দোকান ও দোকানে গচ্ছিত জমি বিক্রির চার লক্ষ টাকা ভষ্মিভূত হয়।
এছাড়াও আগুনের লেলিহান শিখা পাশের দোকা্নে ছড়িয়ে পড়লে বলাই চন্দ্র সরকারের স্বর্ণের দোকান ও নিরাঞ্জন সরকারের লন্ডি্র দোকান সম্পুর্ণ ভষ্মিভূত হয়।
স্থানীয় জনতা ও বাজারের ব্যবসায়ীদের সহায়তায় ঘন্টাখানেকের চেস্টায় অাগুন নেভানো হয়। ধারনা করা হচ্ছে বিদ্যুৎতিক শক-সার্কিট হতে অাগুনের সুত্রপাত ঘটতে পারে।