বিপ্লব নিয়োগী তন্ময় | বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬ | পড়া হয়েছে 2309 বার
নবীনগর পশ্চিমাঞ্চলের সাথে সদরের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম নবীনগর-শ্যামগ্রাম-সলিমগঞ্জ সড়ক।
এ সড়কের চিত্র ছবিতে স্পষ্ট। সড়কটিতে পুনঃসংস্কার না হওয়ায় বহুদিন যাবত বেহাল অবস্থায় রয়েছে। সংঙ্গত কারনেই বিভিন্ন জায়গায় ছোটবড় গর্ত সহ অসংখ্য খানা-খন্দে পরিনত অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি। প্রায়ই বৃষ্টিপাতে অনেক স্থানে হাটু সমান পানি জমে থাকে। সড়কের কোনো কোনো অংশ পরিনত হয় খালে। এ পথে যাতায়াত কারী যাত্রী সাধারণ/ পথচারীদের দুর্ভোগ পোহানো সহ প্রায়ই ঘটছে দূর্ঘটনা। দুর্ঘটনায় অনেকে পঙ্গুত্ব বরণ সহ প্রানহানীর ঘটনাও ঘটছে।
অাসছে ঈদ মৌসুমে নবীনগর পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত ও মালামাল পরিবহনের সুবিধার্থে একমাত্র মাধ্যম মাত্র সাত কিলোমিটারের সড়কপথটির সৌন্দর্য ফিরিয়ে আনতে সংশ্লীষ্ঠ কর্তৃপক্ষের দ্রুত নজর দেয়া প্রয়োজন বলে দাবী জানিয়েছেন অনেকে ।