আমিনুল ইসলাম | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 1647 বার
বড়াইল ইউনিয়ন থেকে ব্রাক্ষণবাড়ীয়া সদরের যাওয়া জনবহুল একমাএ রাস্তাটি দীর্ঘ দিন যাবত সংস্কার না হওয়ার ব্রীজের দুপাশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।যার ফল সরুপ পরিনিয়ত দূর্ঘনার কবলে পড়ছে যাএীবাহী যানবাহন গুলো।বিশেষ করে সিন্দুরা,গাছতলা,সাদেকপুরসহ অনেক ব্রীজে পাশ থেকে মাটি সরে দুরে চলে গেছে।রবিবার স্থানীয় কিছু যুবক বাঘমারা ব্রীজটের পাশে চলাচলের অনুপযোগী হওয়া রাস্টাটি বড় ধরনের গর্তগুলো মাটি দিয়ে ভরাট করা যা আসলেই প্রসংশনীয়।
যাদের আর্থীক অনুদান ও শ্রমের কারনে রাস্টাটি সংস্কার হয়েছে তাদের মধ্যে অন্যতম আলহাজ্ব কবির হোসাইন, হাজী আলী ইমাম ,আশরাফুল ইসলাম খোকন,ইয়াছিন, দেলোয়ার, শামীম, রুবেল, জিয়া উদ্দিন, অনিল,ফারুক,জীবন, ইমন, ওয়াদুদসহ আরো অনেকেই।
আর স্থানীয়রা জানান, জনপ্রতিনিধিদের কাছে বারবার বলেও কোন ধরনের কাজ না হওয়াই এলাকার কিছু সংখ্য যুবক রাস্টা সংস্কারে এগিয়ে আসে।তাদের আর্তিক অনুদান ও শ্রমের কারনে আজ রাস্টাটি সংস্কার হল তার জন্য তাদের সাধুবাদ জানাই এই ধরনের উদ্যেগ নেওয়ার জন্য