ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 4287 বার
নবীনগর উপজেলার শেষ সীমানা জীবনগঞ্জ বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী ছোটন সাহাকে তার নিজ বাড়িতে (মাঝিয়ারা গ্রামে) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গত বছরের ২০ নভেম্বর এ ঘটনা ঘটলে নিহতের পরিবারের অভিযোগ ছিল দুর্বৃত্তরা ডাকাতি করতে এসে ছোটন ডাকাতদের দেখে চিৎকার করায় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে ছোটনকে কুপিয়ে হত্যা করে। পরে ডাকাতরা ছোটনের স্ত্রীর হাত-পা বেঁধে বাড়ি থেকে নগদ টাকা ও কিছু স্বর্ণালঙ্কার লুটে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার ১১ মাস পর অভিযুক্ত আসামী মোস্তাককে গতকাল রবিবার(২৪/১০) রাতে সলিমগঞ্জ ক্যাম্প পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতে সক্ষম হন।
ডাকাত ও খুনি মোস্তাক কে আটক করার সময় পুলিশ তার কাছ থেকে ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামের লিল মিয়ার ছেলে।
ঐদিন রাতে সলিমগঞ্জ ক্যাম্প পুলিশ আরেক অভিযানে খাগাতুয়া গ্রামের নারী ও শিশু নির্যাতন আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী শেখ সাদী ওরফে শামীম(৪৮) কে গ্রেপ্তার করে।
থানা সুত্র জানায়, আটককৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়।