আক্তারুজ্জামান | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 1842 বার
উপজেলার শেষ সীমানায় অবস্থিত (সর্ব পশ্চিমে) সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ে মাঠে সলিমগঞ্জ কলেজ গোল্ডকাপ ফুটবল টুনামের্ন্টের ফাইনাল খেলা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
উক্ত টুর্নামেন্ট খেলার আয়োজন করেছে বীকন ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড।
প্রাকৃতিক পরিবেশ অনুকুলে থাকলে বিকাল তিনটায় খেলার শুভ-সূচনা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটি। এতে বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী ফুটবল একাদশ বনাম-নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি ফুটবল একাদশ অংশ নিবে।
উক্ত খেলায় দেশ বিদেশের অনেক খ্যাতিমান খেলোয়াড় অংশ গ্রহন করবেন।
টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ হতে খেলা উপভোগ করতে দর্শকদের আহ্বান জানানো হয়েছে।