ডেস্ক রিপোর্ট | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 122 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে শনিবার (২০) বিকালে অত্র একাডেমীতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নবীনগর তিতাস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নিয়াজ মোহাম্মদ কায়ছার শেখ আলীর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর সভাপতি ইউএনও একরামুল ছিদ্দিক।
প্রয়াতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রয়াতের বড় ভাই পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শুক্কুর খান, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুব আলম লিটন, সদস্য বিজন দাস, সহকারী অধ্যাপক একেএম হাবিবুর রহমান হেলাল, শংকর কর্মকার, আহসান শিপার, রকিব উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, বাজার কমিটির সেক্রেটারি আশরাফুল আলম জনি, মাধব ঘোষ, জাকির হোসেন, কামাল পারভেজ প্রমুখ।
পরে মিলাদ মাহফিলে দোয়া পরিবেশন করেন উপজেলা পরিষদের ইমাম ।