মোঃ জাকারিয়া | বুধবার, ১২ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 2970 বার
নবীনগরের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল সড়ক দুর্ঘটনায় আহত সাকিবের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদানের আশ্বাস দেয়া টাকা আজ দুপুরে সাকিবের মায়ের কাছে হস্তান্তর করা হয়।
গত রবিবার (৯/৪) ফয়জুর রহমান বাদল নবীনগরে আসেন। ওইদিন উপজেলা পরিষদ ভবনের হলরুমে জনপ্রতিনিধি গণ ও রাজনীতিজ্ঞদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভা শেষে এমপি কে কাছে পেয়ে কয়েকজন তরুন সাকিবের বিষয়ে এমপিকে অবগত করার পর তিনি তাতক্ষনিক বিশ হাজার টাকা দেয়ার ঘোষনা দেন।
আজ বুধবার দুপুরে অনুদানের টাকা সাকিবের মায়ের কাছে পৌছে দেয়া হয়। ইব্রাহিমপুর ইউপি ভবন কক্ষে সাকিবের মায়ের হাতে অনুদানের টাকা তুলে দেন ইউপি চেয়ারম্যান আবু মুসা। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড সদস্য আল আমিন খন্দকার, আবু সালাম, শেখ মহিউদ্দিন, মোঃ জুয়েল হাসান, আকরাম প্রমুখ।
উল্যেখ্য, ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সাকিব ক্লাস শেষে সাইকেল যোগে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হলে তার গলায় রড ঢুকে যায়। সাকিবের চিকিৎসার জন্য পাচ লাখের উপরে টাকা খরচ হবে বলে জানিয়েছেন চিকিৎসকগণ। রিকশা চালক বাবার পক্ষ্যে এত টাকার যোগান সম্ভব নয় বলে তিনি সমাজের বিত্তবানদের কাছে হাত পাতছেন।