ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৪ জুন ২০১৮ | পড়া হয়েছে 1735 বার
নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা জনৈক নাছির মিয়ার ছেলে নাজিম মিয়া (২১) সাপের কামড়ে মারা গেছে।
জানা গেছে, আজ সোমবার (৪জুন) সকালে ঘুম থেকে উঠে জুতা পায়ে দিতে গেলে ওই মহুর্তে সাপের কামড়ে আক্রান্ত হয় সে।
ঘটনাটি তার মামার বাড়ি মুরাদনগর উপজেলার চন্ডাইল গ্রামে ঘটেছে।
নিহতের পারিবারিক সুত্র জানায়,নাজিম সেখানে মোরগের ফার্মে কাজ করতো। সে ফার্মেই ঘুমাতো। আজ সকালে আনুমানিক ৬ টার দিকে নাজিম ঘুম থেকে উঠে জুতা পায়ে দিতে গেলে ওখানে থাকা বিষধর সাপের গায়ে পা লাগলে সে বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি।
এক সময় তার সারা দেহে বিষ ছড়িয়ে পড়লে তার মামার বাড়ির লোকজন তাকে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে মারা যায় বলে জানায়।
পরে নাজিমের মৃতদেহ গ্রামের বাড়ি শ্রীরামপুরে আনা হলে এলাকাবাসীর বিভিন্নজনের মন্তব্যে তাকে ওঝা দেখাতে বলা হয়।
এ নিয়ে সারাদিন কেটে যায়। সন্ধ্যার পর বাঙ্গরা বাজারের এক ওঝা এসে তাকে মৃত বলে চলে যায় সে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |