ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৪ জুলাই ২০১৭ | পড়া হয়েছে 3804 বার
এইচএসসি- সমমান পরীক্ষা-২০১৭ এর ফলাফল ২৩ জুলাই ঘোষনা করা হয়। উক্ত ফলাফলের তালিকায় নবীনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার তুলে ধরা হল।
এতে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় (মাদ্রাসায়) ইব্রাহিমপুর শাহ সুফি সৈয়দ আজমতউল্লাহ আলিম মাদ্রাসা ও ব্যারিস্টার জাকির কলেজ (কলেজ) এগিয়ে রয়েছে।
# মাদ্রাসা:
১) ইব্রাহিমপুর মাদ্রাসা- পাশের হার ১০০%, এ প্লাস ০৬টি।
২) নারায়ণপুর মাদ্রাসা- পাশের হার ৯৭.৭৮%, এ প্লাস ০৮টি।
৩) লাউর ফতেহপুর মাদ্রাসা- পাশের হার ৮৪.৬১%, এ প্লাস নাই।
৪) দৌলতপুর মাদ্রাসা- পাশের হার ৭৬.৩৭%, এ প্লাস নাই।
৫) বার অাউলিয়া মাদ্রাসা- পাশের হার ৭২.৭২%, এ প্লাস নাই।
# কলেজ :
১) ব্যারিস্টার জাকির কলেজ- পাশের হার ৭৩.৬১%, এ প্লাস নাই।
২) সলিমগঞ্জ কলেজ- পাশের হার ৬৭.৬৯%, এ প্লাস ০৩টি।
৩) নবীনগর মহিলা কলেজ- পাশের হার ৫৩.৭১%, এ প্লাস ০১টি।
৪) শিবপুর সুর সম্রাট কলেজ- পাশের হার ৩৯.৫৭%, এ প্লাস নাই।
৫) নবীনগর সরকারী কলেজ- পাশের হার
৩৬.০৯%, এ প্লাস নাই।
৬) বীরগাঁও কলেজ- পাশের হার ৩৫.২৯%, এপ্লাস নাই।
৭) জিনোদপুর কলেজ- পাশের হার ২৯.৬৩%, এ প্লাস নাই।
৮) কাইতলা অালিম উদ্দিন জুবেদা কলেজ- পাশের হার ১৮.৪২%, এ প্লাস নাই।
# কারিগরি :
১) তোফায়েল অালী কারিগরি কলেজ, পাশের হার ৯৭.৬৭%, এ প্লাস ২টি।