ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৫ আগস্ট ২০১৭ | পড়া হয়েছে 2417 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার ইমাম বাড়ি রেল স্ট্যাশন এলাকায় ট্রেনের ধাক্কায় হেলাল মিয়া (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ওই যুবক নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের সাব্বির মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সুত্র জানায়, হেলাল মিয়া গতকাল ৪ আগষ্ট সকালে কসবা উপজেলার নেমতাবাড়ি এলাকায় তার খালুর বাড়ি বেড়াতে গিয়েছিল।
সে গতকাল সকালে দশটার দিকে কসবার ইমামবাড়ি রেল স্ট্যাশন এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় চট্রগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে ঘটনাস্থলে মারা যায়।