অনলাইন ডেস্ক | শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 1387 বার
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নাছির নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত মঙ্গলবার সৌদি আরবের খামিস মুশাইতের অদূরে তানদাহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়াল ছড়ি গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার নাছির কর্মস্থল থেকে কাজ শেষ করে রাত ৮টার দিকে খামিস মুশাইতে তার আপন ভাই মুছারের সঙ্গে দেখা করতে রওনা দেন। তানদাহা এলাকার পেট্রোল পাম্পের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ পেছন দিক থেকে একটি গাড়ি এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নাছিরের মৃত্যু হয়। তার মরদেহ খামিস মুশাইত কেন্দ্রীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের বড় ভাই মোহাম্মদ মুছা জানান, নিহত নাছির নয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান। বিভিন্ন জটিলতার কারণে আর দেশে ফেরা হয়নি তার। তবে আগামী রমজানে দেশে ফিরে বিয়ে করার কথা ছিল তার। নাছিরের মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্নের কাজ চলছে।