অনলাইন ডেস্ক | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 1693 বার
সৌদি আরবের দাম্মামে গভীর নলকূপ স্থাপনের সময় পাইপের ভেতরে পড়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার আরিফ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কামাল।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, নিহতরা সৌদি আরবের তোয়াইফ কোম্পানিতে কর্মরত ছিলেন। দাম্মামের জলদিয়া এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের সময় পাইপের ভেতরে পড়ে গিয়ে নিখোঁজ হন তারা। অনেক খোঁজাখুঁজির পর শনিবার স্থানীয় সময় সকাল এগারোটার দিকে বোরিংয়ের কাজে ব্যবহৃত মোটা পাইপের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।