অনলাইন ডেস্ক | বুধবার, ০১ জুন ২০১৬ | পড়া হয়েছে 2569 বার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ জুন সৌদি আরব সফরে যাচ্ছেন। সফরে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং রাজপরিবারের সদস্যদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে যাবেন বলে জানা গেছে।
এসব উপহার সামগ্রীর মধ্যে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি, রূপার তৈরি হস্তশিল্প পণ্য, সিরামিক সামগ্রী, কাটারিভোগ, চিনিগুড়া ও কালিজিরা চাল, আম এবং লিচু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার (০৪ জুন) পাঁচ দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন। প্রথম দিনেই প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করবেন। আগামী ৫ জুন জেদ্দায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ৬ জুন প্রধানমন্ত্রী পবিত্র মদিনা শরিফে হযরত মুহম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করবেন। আগামী সাত জুন প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।