ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৬ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 1204 বার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সাইফুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হেলথ এসিস্টেন্ট এসোসিয়েশন উপজেলা শাখা গতকাল (১৩/৪) নবীনগর প্রেসক্লাব সম্মুখে এ মানব বন্ধন অনুষ্ঠানের আয়োজন করে।
ফরহাদ বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যানন্ট এসোসিয়েশন উপজেলা শাখার সাংগঠনিক পদে রয়েছেন। উক্ত মানব বন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, গত পরশু (১২/৪) লাউর ফতেহপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী সাইফুল ইসলাম সরকারী দায়ীত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার হন। বক্তারা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান।
এতে বক্তব্য রাখেন, মোঃ ইলিয়াস জাবেদ,রকিব উদ্দিন খান, আইনুদ্দিন, রাসেল আহমেদ, জুনায়েদ আহ মেদ, ফারজানা সুমি, শারমিন সুলতানা,শামিম বেগম প্রমুখ।