ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০১ আগস্ট ২০১৭ | পড়া হয়েছে 2296 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মুজাহিদ পশ্চিম শাখার উদ্যোগে নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩০ জুলাই রবিবার রাতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন,বিশ্বে মুসলমানরা যে ভাবে এগিয়ে যাচ্ছে আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সংঘাত বিশ্বাস করে না। বর্তমানে দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে।
বাংলাদেশ মুজাহিদ পশ্চিম শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ শহীদুজ্জামান গৌরনগরীর
সভাপতিত্বে আলোচনা করেন,অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা ছফিউল্লাহ লহরী, মুফতি শরীফ উদ্দিন আফতাবী, মাওলানা আ: মালেক ফয়েজী প্রমুখ।
এর পূর্বে তিনি পৌর এলাকার মাঝিকাড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় আল-কারীম দারুল উলুম মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ওই সময় সেখানকার এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
প্রধান বক্তা হিসেবে ওই সভায় বক্তব্য দেয়াকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে (ব্রাহ্মণবাড়িয়া-৫, নবীনগর) আসন থেকে দলীয় প্রার্থী হিসাবে আলহাজ্ব মাওলানা উসমান গনী রাসেলকে মনোনিত করে যান তিনি।