| মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 327 বার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ২০ কেজি শেয়ালের মাংসসহ দুইজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাঁজা দেয়া হয়েছে। জেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, সোমবার বেলা ১টার দিকে উপজেলার সরাইল-বিশ্বরোড বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করেন তারা।
আটককৃতরা হলেন হবিগঞ্জের লাখাই উপজেলার মোরাছুড়ি এলাকার মাদু মিয়ার ছেলে আজত আলী (২২) ও একই এলাকার সাবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২০)।
ওসি মাইনুল বলেন, পূবরামপুরা এলাকার আল মেজবান নামে একটি মাংসের দোকান থেকে কম দামে শেয়ালের মাংস ও কলিজা কিনে এনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার রেস্টুরেন্টে গিয়ে খাসির মাংস বলে বিক্রি করছিলেন আজত ও সাদ্দাম।
“সরাইল-বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টেও ওই মাংস বিক্রি করার সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে শেয়ালের ২০ কেজি মাংস ও ১০ কেজি কলিজা জব্দ করা হয়েছে।”
পরে ভ্রাম্যামাণ আদালতের বিচারক সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা আরজত আলীকে ছয় মাসের কারাদণ্ড ও সাদ্দাম হোসেনকে পাঁচ হাজার টাকার জরিমানা করেন বলে জানান ওসি মাইনুল।