অনলাইন ডেস্ক | শুক্রবার, ২৯ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 1702 বার
ঢাকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় সন্দেহভাজন জড়িতদের নাম সম্বলিত পুলিশের একটি তালিকায় নাম রয়েছে এমন এক ব্যক্তি জাপানে নিয়ে গিয়েছিল দুই চরমপন্থীকে। এদেরকে পরে তুরস্কেও পাঠান তিনি।জাপানের বার্তাসংস্থা জিজি প্রেসের বরাতে এ খবর দিয়েছে বার্তাসংস্থা বার্নামা। তদন্তের সঙ্গে যুক্ত সূত্র সমূহের উদ্ধৃতি দিয়ে ওই খবরে বলা হয়েছে, যদি ওই দু’ জন পরে জঙ্গিগোষ্ঠী আইএস’র সদস্য হয়ে গিয়ে থাকেন, তার অর্থ হবে জঙ্গি গোষ্ঠীটির কাছে যোদ্ধা পাঠাতে জাপানকে বিরতিস্থল হিসেবে ব্যবহার করা হয়েছে।
সূত্র মোতাবেক, তালিকায় নাম থাকা বাংলাদেশি মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকিই দুই চরমপন্থীকে জাপানে এনে পরে তুরস্কে পাঠিয়েছিলেন। ওজাকি জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর কিয়েটোর রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ে সহযোগি অধ্যাপক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি বর্তমানে নিখোঁজ রয়েছেন।
প্রসঙ্গত, জঙ্গিগোষ্ঠী আইএস’র হয়ে লড়াই করতে সিরিয়া ও ইরাকে প্রবেশের ক্ষেত্রে প্রতিবেশী তুরস্ককেই চরমপন্থীরা ব্যবহার করেছে বেশি।