গৌরাঙ্গ দেবনাথ অপু | সোমবার, ৩০ মে ২০১৬ | পড়া হয়েছে 4262 বার
গত বছরের শেষের দিকে প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে নবীনগর- কোম্পানীগঞ্জ সড়কের নবীনগর থেকে মালাই বাংগরা পর্যন্ত সড়কটির প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে। নবীনগরবাসির দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে মাননীয় সাংসদ ফয়জুর রহমান বাদল অবশেষে অতীব জনগুরুত্বপূর্ণ এ সড়কটির প্রশস্তকরণের উদ্যোগ নেন। এখন সড়কটির দুপাশে তিন ফুট করে সড়ক বাড়িয়ে ১৮ ফুটের সড়ক নির্মাণ করা হচ্ছে।
কিন্তু যে ধীরগতিতে সড়কটির প্রশস্তকরণ কাজ চলছে, তাতে এ বছরের মধ্যে (আরও ৬ মাস) কাজটি শেষ হবে কিনা তা নিয়ে অনেকের মতো আমার নিজেরও বেশ সন্দেহ রয়েছে।
তবে আশার কথা হচ্ছে, মাননীয় সাংসদ ফয়জুর রহমানের পিএস জাবেদ ভাই কিছুক্ষণ আগে আমাকে ফোনে জানালেন, আগামী ৩০ জুনের মধ্যে যেকোন মূল্যে কাজটি সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট এক উর্ধতন কর্মকর্তা নাকি তাঁকে (জাবেদ) শতভাগ নিশ্চিত করেছেন।
কিন্তু ৩০ জুনের মধ্যে আদৌ কি কাজটি শেষ হবে?????
এ সড়কে যারা নিয়মিত চলাচল করেন, তারা কি এ পর্যন্ত সড়কটির খুবই ধীরগতি সম্পন্ন কাজের অগ্রগতি দেখে জাবেদ ভাইয়ের ৩০ জুনের কথায় আশ্বস্থ হতে পারছেন…….?????
ছবিটি এ সড়কের জিনোদপুর এতিমখানার মাঝামাঝি স্থান থেকে সম্প্রতি তোলা হয়েছে।
লেখা ও ছবি, গৌরাঙ্গ দেবনাথ অপু (সাংবাদিক)