--এইচ এম জাকির | শনিবার, ২৬ মে ২০১৮ | পড়া হয়েছে 1470 বার
কেউ বলে টুফি চাই
কেউ বলে কফি,
কেউ বলে পেটে ব্যথা
আল্লাহু শাফী।
কেউ বলে চকোলেট
কেউ বলে ঘাম,
কেউ বলে মাথা ব্যথা
টাইগার বাম।
কেউ বলে বিস্কিট
কেউ বলে কেক,
কেউ বলে খাবো সব
সব ব্যথা ফেক।
শিশুদের কত দাবি
প্রতিদিন শুনি,
যায় কি তা লিখে রাখা
কে রেখেছে গুনি।
কেউ বলে আম খাব
কেউ বলে জাম,
কেউ বলে জুস খাব
কেউ বলে মাম।
কেউ বলে জামরুল
কেউ বলে কুল,
কেউ বলে কিছুই না
চাই শুধু ফুল।
কেউ বলে দূরে যাব
কেউ বলে উড়ে,
কেউ বলে ও কিছু না
খাব কুড়মুড়ে।
কেউ বলে বাসে যাব
কেউ বলে রেল,
কেউ বলে কিচ্ছু না
খাব পাকা বেল।
কেউ বলে সুইমিং
কেউ বলে রান,
কেউ বলে দাদু দিক
মুখ রাঙা পান।
কেউ বলে ঘুমাবো না
রবো রাত জেগে,
কেউ বলে না না
যাবে বাবা রেগে।
কেউ বলে রাত হলে
চল যাই যাই,
ভুতেদের সাথে মোরা
মিতালী পাতাই।
কেউ বলে ছমছম
ভয়ে কাঁপে গা,
যাসনেরে রাতে কেউ
দেবে কষে ঘা।
কেউ বলে খেলি ব্যাট
কেউ বলে বোট,
কেউ বলে আরে না
পড়া করি নোট।
শিশুদের নানা দাবি
নানা আবদার,
বোঝে শুধু সেই জন
শিশুমন যার।
শিশুদের সাথে চাই
সুকোমল মন,
ভালোবাসা কাছে আসা
চাই সারাক্ষণ।
লেখক—
এইচ এম জাকির
শিক্ষক নোয়াগাঁও বড় মাদ্রাসা