ডেস্ক রিপোর্ট | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 831 বার
নবীনগর পৌরসভার ভোলাচং গ্রামের দুই গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নবীনগর থানা পুলিশের এক অভিযানে চোরাইকৃত গরু উদ্ধার সহ ওই ২ চোরকে গ্রেফতার করা হয়।
থানা সুত্র জানায়, গত ১৪ ডিসেম্বর গরু চুরির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। এ বিষয়ে মামলা গ্রহনের ছয় ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট থানার এস আই মনিরুল ইসলাম পৌর এলাকার ভোলাচং গ্রামে অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়া ওরফে চুরা উজ্জ্বল ও সায়েদুল ইসলাম নামে ২ ব্যাক্তিকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানায়, গ্রেফতারকৃত ২ ব্যক্তি এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত। তারা প্রতিদিনই নেশার টাকা যোগাতে অপকর্ম করে বলে অভিযোগ গ্রামবাসীর।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, আসামীদের আজ সকালে কোর্টে প্রেরণ করা হয়।