ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 206 বার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।সাংসদের পক্ষে দেয়া ক্রীড়া সামগ্রী আজ সকালে ডাকবাংলা প্রাঙ্গণে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়।
স্থানীয় সাংসদ মোঃ এবাদুল করিম বুলবুল এর পক্ষে শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, এমপি’র ব্যক্তিগত সহকারী (এপিএস) মোক্তার হোসেন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ নাসির উদ্দিন, নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ মনির হোসেন, নবীনগর পৌর আওয়ামী লীগের অন্যতম সদস্য শামীম রেজা, নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল রেজা, ছাত্রলীগ নেতা আবু সাঈদ, নাসিরউল্লাহ সহ আরো অনেকে।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, শিক্ষার্থীদের শারিরীক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশের জন্য খেলাধুলা প্রয়োজন।
এছাড়াও মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সামাজিক সমস্যা দুর করতে খেলাধুলার প্রয়োজন রয়েছে। সেই কথা চিন্তা করে মাননীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল মহোদয় নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলাধুলা সামগ্রী দিয়েছে।