ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৪ জুন ২০১৬ | পড়া হয়েছে 4474 বার
গতকাল সন্ধায় নবীনগর প্রেস ক্লাবে সাংবাদিকেদের সঙ্গে গত দুই বছরে স্থানীয় এমপি ফয়জুর রহমান বাদল এর বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে প্রেস ব্রিফিং করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম। তিনি বলেন এম পি মহোদয় এ পর্যন্ত প্রায় ৫শ কোটি টাকা ব্যায়ে সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছে। কয়েকটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে, সে সব প্রকল্পের কাজ অতি শ্রীঘ্র সম্পন্ন হবে। এ সময় এমপির পি এস আবু বক্কর সিদ্দিক জাবেদ, উপজেলা ভাইস চেয়াম্যান মোশারফ হোসেন সরকার সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।