ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 1669 বার
নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লীকান্দি গ্রামের ভাতিজার হাতে চাচা খুনের ঘটনার মামলার আসামী বাড্ডা গ্রামের মৃত খালেক ব্যাপারির ছেলে মান্নান মিয়া(৪৭)কে গতকাল বৃহস্পতিবার (২৬/০১) গ্রেফতার করেছে পুলিশ।
নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)উক্ত মামলার তদন্তকারী অফিসার ইমতিয়াজ আহাম্মেদ পিপিএম এর দিক নির্দেশনায়(অধিযাচন পত্র মূলে) সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো.গোলাম মোস্তফা জীবনগঞ্জ(মাঝিয়ারা) বাজার থেকে উক্ত আসামীকে গ্রেফতার করে।
উল্যেখ্য, গত রবিবার(২২/০১)হিলফুল ফুযুল শিশু- কিশোর যুব সংঘের উদ্যোগে ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল উক্ত ওয়াজের পোষ্টারে নাম দেওয়াকে কেন্দ্র গত শুক্রবার(২০/০১)রাতে মারপিটের ঘটনা ঘটে এতে দুলু মিয়া(৫৫)নামে এক ব্যাক্তি নিহত হয়। পরে দুলু মিয়ার ছেলে ইয়ারমিন মিয়া বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন।