ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 1402 বার
নবীনগরে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলার সলিমগঞ্জ দিগন্ত প্রি- ক্যাডেট স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ইসরাত জাহান মীম। সে দৈনিক বাংলাদেশ সময় ও দৈনিক নয়া আলোর নবীনগর উপজেলা প্রতিনিধি মো.আক্তারুজ্জামান ও মানছুরা আক্তার লিপির, বড় মেয়ে।
সে তার মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতায় পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তির পাশাপাশি জিপিএ-৫ অর্জন করেছে। ইসরাত জাহান মীম ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী। বর্তমানে সে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।