ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৮ জুন ২০১৭ | পড়া হয়েছে 5114 বার
নবীনগরে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। আজ রবিবার দুপুরে রছুল্লাবাদ ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, এলাকার সুমন মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
যে কারনে এলাকায় মাদক সেবীর সংখ্যা দিন দিন বৃদ্ধি সহ এলাকায় ছিচকে চুরির ঘটনাও অহরহ ঘটতে থাকে। বিষয়টি গুরুত্ব সহকারে সেখানকার ইউপি চেয়ারম্যান আলি আকবর খোজ নিয়ে এলাকার কয়েকজনকে তার দিকে দৃষ্টি রাখতে বলেন।
চেয়ারম্যানের নির্দেশে কয়েকজন যুবক সুমনকে মাদক বিক্রির সময় আটক করে ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে আসেন। ওই সময় তার দেহ তল্লাশি চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন চেয়ারম্যান নিজেই।
এসময় ওয়ার্ড সদস্যগণও উপস্থিত ছিলেন।
পরে তাকে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।